সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: টলিপাড়া থেকে বিদায় নিচ্ছেন সুব্রত সেন? আর বানাবেন না সিনেমা! কেন এমন সিদ্ধান্ত? আজকাল ডট ইন-কে কী জানালেন পরিচালক? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৫ ১০ : ৩৫Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: টলিউড থেকে মুখ ফেরাচ্ছেন পরিচালক সুব্রত সেন! শনিবার রাতে সমাজমাধ্যমে তাঁর পোস্ট দেখে কৌতূহলের ছাপ পড়েছে সিনেপাড়ায়। তবে নিজের বক্তব্য পোস্টেই খোলসা করেছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন। 

 

 

তিনি লিখেছেন, 'অনেকে জানেন না। 'ফিল্মওয়ালা' আমার কোম্পানি নয়। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অব ইস্টার্ন ইন্ডিয়া এ নিয়ে আমাকে অনেক কিছু বলেছে। ডিরেক্টর কী করে মালিক হয়?
সঙ্গত প্রশ্ন। ব‍্যাপারটা হচ্ছে, 'ফিল্মওয়ালা'র মালিক আমি নই। এটা একটি পার্টনারশিপ। সেটি আমাদের স্টুডিওতে যাঁরা কাজ করেন তাঁদের সকলের। অনেকটা সমবায়ের মতো। আমাদের এখানে যাঁরা কাজ করেন তাঁরা প্রত‍্যেকে মালিক, প্রত‍্যেকে মেম্বার। আট জন।'


তিনি আরও লেখেন, 'কিন্তু প্রশ্ন আমাকে নিয়ে। আমি নাকি ডিরেক্টর এবং মালিক। যা নাকি পরস্পরবিরোধী। ডিরেক্টর যদি মালিক হয় তা হলে কী হবে? এই প্রশ্ন যশ চোপড়া, রাজ কাপুর, দেব আনন্দ, স্পিলবার্গ, নোলান, সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, এদের বিরুদ্ধে না করে কেন আমারই বিরুদ্ধে করা হচ্ছে তা তাঁরাই বলবেন। 
যাই হোক, আগামী ৩০ এপ্রিল, শুভ অক্ষয় তৃতীয়া থেকে আমি 'ফিল্মওয়ালা'তে আর থাকছি না। অন্তত 'মালিক' আর থাকছি না। সই-সাবুদের কাগজ রেডি হয়ে যাবে কাল পরশুর মধ‍্যে। 
এর পর থেকে আমি মালিক নই, 'খোকা' হয়েই থাকব। এবার রিটায়ার করার সময় এসেছে। 'ফিল্মওয়ালা' থেকে শুধু নয়, ইন্ডাস্ট্রি থেকেই। অন‍্য কিছু করে নেব, এইটুকু বিদ‍্যেবুদ্ধি আছে। না খেতে পেয়ে মরব না, কারও কাছে হাতও পাততে হবে না।'

 

 

অভিমান থেকেই কি তবে টলিপাড়া ছাড়ার সিদ্ধান্ত? আজকাল ডট ইন-কে সুব্রত সেন বলেন, "নাহ্, অভিমান নয়। সবকিছুর একটা বয়স আছে। আমার এখন ৬১। তাই এবার মনে হয় অবসর নেওয়ার পালা। তা ছাড়া সিদ্ধান্তটা অনেকদিন আগেই নিয়েছিলাম, এবার বাস্তবায়নের সময় এসেছে।" ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পদও ছাড়ছেন? "অবশ্যই! আর কিছুদিনের মধ্যেই সভাপতির মেয়াদ ফুরবে‌। তখন আর নির্বাচনে দাঁড়াব না‌। এখন আমার বিনোদন জগৎ থেকে দূরে গিয়ে অবসরের সময়। হয়তো অনেক পরিচালকরা আজীবন কাজ করেছেন, কিন্তু আমার মনে হয়, এটাই নিজের জন্য সঠিক সময় সবকিছু থেকে সরে আসার।"


subrata sentollywoodfilm industryexclusive

নানান খবর

নানান খবর

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

সোশ্যাল মিডিয়া